আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরায় নবনির্বাচিত দুইজন বিধায়ক আজ শপথ নিয়েছেন। বিধানসভার লবিতে ২০ বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন এবং ২৩ ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা:) মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রতন চক্রবর্তী, সহ অন্যান্যরা।