হাইলাকান্দির পাঁচগ্ৰামে ২০০০ ইয়াবা সহ গ্ৰেফতার এক

হাইলাকান্দি (অসম), ১১ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্ৰামে ২০০০টি মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্ৰেফতার করা হয়েছে এক যুবককে। গ্রেফতারকৃত যুবককে পার্শ্ববর্তী কাছাড় জেলার অন্তর্গত জালালপুরের বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেলেও নাম জানা যায়নি।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি জায়গায় আজ সোমবার সকালে পাঁচগ্ৰামের এক নির্দিষ্ট জায়গায় সাদা পোশাকে স্থানীয় থানার পুলিশ নেশাদ্রব্য পাচারকারীকে ধরতে অপেক্ষা করছিল। এক সময় ইয়াবা ট্যাবলেটের প্যাকেট আরেক মাদক কারবারির হাতে হস্তান্তর করতে গিয়েছিল যুবক। তখনই তাকে ঝাপটে ধরে ফেলে পুলিশ। তবে তার অপর সাঁকরেদ পালিয়ে গা ঢাকা দিয়েছে।

ধৃত যুবকটি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাকি বলেছে, ইয়াবা ট্যাবলেটগুলি সে কাছাড় জেলার কাটিগড়া থেকে সংগ্রহ করেছিল। কত টাকার ইয়াবা ট্যাবলেট তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সে সম্পর্কে এখনই কোনও তথ্য জানাতে পারেননি পুলিশের তদন্তকারী অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *