দেওঘর, ১১ সেপ্টেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের দেওঘর জেলায় বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পূজার্চনা করলেন আরজেডি প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সোমবার সকালে বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পুজো দেন লালু ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী। বিশেষ পুজার্চনায় অংশ নেন তাঁরা। সোমবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ মন্দিরে এসে পৌঁছন লালু ও রাবড়ি দেবী।
১২টি ‘জ্যোতির্লিঙ্গ’-এর মধ্যে একটি এই বাবা বদ্রীনাথ ধাম মন্দিরে পূজার্চনার পাশাপাশি বিশেষ প্রার্থনাও করেন লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী। মন্দিরের ব্যবস্থাপক-তথা-পুরোহিত রমেশ পারিহস্ত তাঁদের প্রার্থনা সম্পাদনে সহায়তা করেন।