আগরতলা, ১০ সেপ্টেম্বর।। বাইক আটক করে যাবতীয় সরঞ্জাম ছিনতাই করে পালালো ছিনতাইবাজরা। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড়ের রাস্তারমাথা বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় শনিবার রাতে একটি বাইক আটক করে নগদ টাকা মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। জানা গেছে, ৩ যুবক উদয়পুর মাতাবাড়ি থেকে শনিবার রাতে আগরতলার উদ্দেশ্যে বাইকে করে রওনা হয়। তাদের মধ্যে এক যুবকের বাড়ি ধলাই জেলার ধুমাছড়া এবং অপর দুই যুবকের বাড়ি আগরতলায়। বিশালগড়ের রাস্তারমাথা বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায় এসে পৌঁছলে তাদের বাইকের তেল ফুরিয়ে যায়। তখনই গাড়ি নিয়ে এসে তাদেরকে আটক করে এবং তাদের প্রাননাশের হুমকি দিয়ে নগদ ৫০১০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইবাজরা। এমনকি তাদের প্রাণনাশের হুমকিও দেয়। গভীর রাতে অসহায় অবস্থায় তাদের পক্ষে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা কিংবা সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করার মতো কোনো উপায় ছিল না। ছিনতাইকারীদের হাতে অস্ত্রশস্ত্র ছিল বলে তারা জানিয়েছে। শেষ পর্যন্ত তারা রাতে উত্তমভক্ত চৌমুহনীতে পুলিশের নাকা পয়েন্টে এসে বিষয়টি জানায় এবং ছিনতাইকারীরা যে গাড়িটি ব্যবহার করেছে সেই গাড়ির নম্বরও জানায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত থানা পুলিশ ফাড়ি ও নাকা পয়েন্টগুলিকে সতর্ক করে দেয়। রাতেই গাড়িটি উত্তম ভক্ত চৌমুহনী নাকা পয়েন্টের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গাড়িটি আটক করে। গাড়িতে থাকা ছয় ছিনতাইকারীকেও আটক করা হয়। উত্তমভক্ত চৌমুহনী নাকা পয়েন্টের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর মৃদুল মজুমদার জানান আটক করা ছয়জনের কাছ থেকে লোহার রড মোবাইল ফোন সহ অন্যান্য আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। ব্যবহার করা গাড়িটিও আটক করেছে পুলিশ। তিনি আরো জানান ছিনতাইকারীরা যে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছিল সেগুলিও তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। আটক ৬ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। উল্লেখ্য বিশালগড় বাইপাস রোডে প্রায়ই রাতে এ ধরনের ছিনতাই এর ঘটনা সংঘটিত হচ্ছে। তাতে রাতে এই সড়ক পথে যাতায়াত করা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশি টহলের তোয়াক্কা না করে ছিনতাইকারীরা এ ধরনের অপকর্ম সংঘটিত করে চলেছে বলে অভিযোগ। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য দাবি উঠেছে। এদিকে গতকাল রাতে পুলিশের ভূমিকায় স্থানীয় জনগণ এবং যাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছিল তারা সন্তোষ ব্যক্ত করেছেন। পুলিশ সক্রিয় না হলে কোনভাবেই তারা তাদের ছিনতাই করে নিয়ে যাওয়া টাকা-পয়সা ও মোবাইল ফোন ফিরে পেতেন না বলেও স্পষ্ট অভিমত ব্যক্ত করেছেন।এই ঘটনার পর জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ রাত্রিকালীন টহলদারী আরও কঠিন করুক, দাবি স্থানীয়দের।
2023-09-10

