জোলাইবাড়িতে শ্যামাপ্রসাদ ফুটবলে জয়ী লাভামনি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। জোলাইবাড়িতে ফুটবল টুর্নামেন্টে লাভামনি ফুটবল ক্লাব জয়ী হয়েছে। হারিয়েছে মাধবনগর ফুটবল ক্লাব কে। জোলাইবাড়ি ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামাপ্রসাদ মুখার্জী ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ, রবিবার লাভামনি ফুটবল ক্লাব ২-০ গোলের ব্যবধানে মাধবনগর ফুটবল ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে অনিকেত এবং নেলুফ্রো মগ গোল দুটি করেন। খেলায় অসদাচরনের দায়ে রেফারি দুই দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি শিবশঙ্কর জমাতিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *