গোলাঘাট (অসম), ১০ সেপ্টেম্বর (হি.স.) : গোলাঘাট জেলার মেরাপনিতে কংগ্ৰেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেড়শো জন যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে।
আজ রবিবার জেলার সরুপানি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পাৰ্টি আয়োজন করেছিল যোগদান সভা। সরুপানি গ্রাম পঞ্চায়েতের অন্তৰ্গত বিনয়পুর গ্রামের দেড়শোর বেশি নাগরিক দীৰ্ঘদিন ধরে কংগ্ৰেসের সঙ্গে যুক্ত থেকে দলীয় কাজ করছিলেন।
ভারতীয় জনতা পাৰ্টির নীতি-আদৰ্শের প্ৰতি আকৃষ্ট হয়ে স্বইচ্ছায় তাঁরা বিজেপিতে যোগদান করেছেন, বলেছেন কংগ্রেস-ছুটরা। এই দলের নীতি-আদৰ্শকে সম্মান জানিয়ে দলের কাজ করে যাওয়ার অঙ্গীকার করে ভারতীয় জনতা পাৰ্টি জিন্দাবাদ, অজন্তা নেওগ জিন্দাবাদ স্লোগান দিয়েছেন নব্য-বিজেপি সদস্যরা।
আজকের যোগদান কাৰ্যসূচিতে উপস্থিত ছিলেন গোলাঘাট জেলা বিজেপির সম্পাদক পোনা বরা, গমারির মণ্ডল সভাপতি নিরঞ্জন সন্দিকৈ, জিলা পরিষদ সদস্য অরুণ রাজবংশী, নীলকান্ত বসুমতারি সহ ভারতীয় জনতা পাৰ্টির বিভিন্ন পদমর্যাদার কাৰ্যকতারা।