পুঞ্চ, ১০ সেপ্টেম্বর (হি.স) : নিখোঁজ বিএসএফ জওয়ানকে রবিবার বিহারের একটি গ্রামে পাওয়া যায়। শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ওই বিএসএফ জওয়ান। তিনি প্রকৃতপক্ষে বিহারের বাসিন্দা।
পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বালাকোট সেক্টরের ফরোয়ার্ড ভরনিতে কর্মরত অবস্থায় শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন এক বিএসএফ জওয়ান। তাঁকে রবিবার বিহারের বিহান গ্রামে পাওয়া যায়। সরকারী সূত্র জানিয়েছে, পুঞ্চের একটি ফরোয়ার্ড পোস্টে জানা যায় যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এক বিএসএফ জওয়ান। খবর পেয়েই মামলার তদন্ত শুরু করে পুলিশ। এরপর তদন্তে তাঁকে বিহারের বিহান গ্রামে পাওয়া যায়।
বিএসএফ জওয়ানের নাম অমিত পাসওয়ান। তিনি প্রকৃতপক্ষে বিহারের বাসিন্দা।