ভোপাল, ১০ সেপ্টেম্বর (হি.স) : ভোপালের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট(আইএমডি) রবিবার পশ্চিম মধ্যপ্রদেশে ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড়ের কারণেই ভারি বৃষ্টির পরিস্থিতি মধ্যপ্রদেশে তৈরি হয়েছে বলে জানায় আবহাওয়া দফতর।
আইএমডির মেটিরিওলজিস্ট এস এন সাহু জানান, গত ২৪ ঘন্টায় জব্বলপুরে ৯১ মিলিমিটার, সাতনায় ৬৮ মিলিমিটার, চিন্দওয়াড়ায় ৩৬ মিলিমিটার, ভোপাল শহরে ৪১ মিলিমিটার, ভোপালের বাইরাগড়ে ২৪ এবং ইন্দোরে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মধ্যপ্রদেশে ঘূর্ণিঝড় সঞ্চালন ব্যবস্থাপনার ফলে মধ্যপ্রদেশ রাজ্যের পশ্চিমাংশে ভারি বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।