আগরতলা, ১০ সেপ্টেম্বর।। লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেস আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করতে চায়। তিনি এদিন রাজ্যে কংগ্রেস সিপিএম জোট নিয়ে পরোক্ষে ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি অনুষ্ঠিত রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সম্পর্কে মতামত ব্যক্ত করতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এ ধরনের ফলাফল প্রত্যাশিত ছিল না। দেশের অন্যান্য রাজ্যগুলিতে অনুষ্ঠিত উপ নির্বাচন এবং ত্রিপুরায় অনুষ্ঠিত উপনির্বাচনে আকাশ-পাতাল ফারাক পরিলক্ষিত হয়েছে। ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচনকে শাসকদল প্রহসনে পরিণত করেছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন মাত্র ৬ মাস আগে বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিরোধী দলের প্রার্থী পাঁচ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। কিন্তু এবারের উপনির্বাচনে ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে বিরোধী দলের প্রার্থীর এই পরাজয় কোনভাবেই মেনে নেওয়া যায় না। উপ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলেই এ ধরনের চিত্র পরিলক্ষিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিন তিনি পরোক্ষে বামেদেরও সমালোচনায় মুখর হন। তিনি বলেন শুধুমাত্র নির্বাচনে লড়াইয়ের জন্য লড়াই করলে চলবে না। নির্বাচনে লড়াই করতে হলে লড়াইয়ের মত লড়াই করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন ইন্ডিয়া জোটের স্বার্থেই উপনির্বাচনে কংগ্রেস দল প্রার্থী দেয়নি। উপনির্বাচনে সিপিআইএম সেইভাবে লড়াই করতে পারেনি বলেও মন্তব্য করেন। নির্বাচনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আরো সক্রিয় লড়াই করা প্রয়োজন ছিল বলে অভিমত ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । তিনি বলেন এই রাজ্যে বিজেপির প্রতি মানুষের অনাস্থা বেড়েছে। এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্পষ্টই বার্তা দিয়েছেন লোকসভা নির্বাচনে এই রাজ্যের দুটি আসনেই কংগ্রেস দল লড়াই করতে চায়। সর্বভারতীয় কংগ্রেসের বৈঠকে তিনি বিষয়টি তুলে ধরবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
2023-09-10

