ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।।উদ্বোধন আগামীকাল। তিনদিনব্যাপী রাজ্য স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। মহকুমা অবস্থিত কমলপুর কলেজ মাঠে হবে আসর। শনিবার বিকেল ৩ টায় আসরের উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক স্বপ্না দাস পাল। ধলাই জিলা পরিষদের সভাধিপতি অনাদি সরকার, চেয়ারপার্সন শম্পা দাস, সালেমা ব্লকের চেয়ারপার্সন সুজিত বিশ্বাস, রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সাধারন সচিব পাইমং মগ, ধলাই জেলা ক্রীড়া দপ্তরের সহকারি অধিকর্তা বিভাবাসু গোস্বামী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আসর। মহকুমার সহকারি ক্রীড়া আধিকারিক ধীমান বিশ্বাস আসর সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন এবং আমন্ত্রণও জানিয়েছেন।
2023-09-08