ছোটদের রাজ্য দাবা শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।।দু-দিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-‌৯ দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে। খেলা হবে এন এস আর সি সি-‌র দাবা হলঘরে। ইতিমধ্যে দুই বিভাগে প্রায় ২০ জন দাবাড়ু অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। বিভিন্ন স্কুলে ষান্মাষিক পরীক্ষা থাকায় দাবাড়ুদের সংখ্যা কিছুটা কম বলে জানা গেছে। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসর পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।