উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রত্যাশিত জয় বিজেপির

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরায় বক্সনগর ও ধনপুর কেন্দ্রে উপনির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে। প্রত্যাশিতভাবেই দুটি আসনেই বিজেপি বিশাল মার্জিনে জয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পর থেকেই বাজনা নিয়ে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন। আবির খেলা এবং বাজি পুড়ানো শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা।ফলাফলের অপেক্ষায় গনণা কেন্দ্রের বাইরে উপস্হিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ,  কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, যুব মোর্চার প্রদেশ সভাপতি নবাদল বনিক সহ অন্যান্যরা

প্রত্যাশিতভাবেই দুটি কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত ছিল। কারণ, উপনির্বাচনের ফলাফল ঘোষণার আগে থেকে পরাজয় মেনে গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বামফ্রন্ট।

ত্রিপুরায় দুটি আসনে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন এবং বিন্দু দেবনাথ। ২০ বক্সনগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ৩৪১৪৬ ভোট এবং সিপিএম প্রার্থী মিজান হোসেন ৩৯০৯ ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ৩০২৩৭। নিদর্ল প্রার্থী মহম্মদ সেলিম ১৮১ ও  অপর নির্দল প্রার্থী রতন হোসেন ১৪৪ টি ভোট পয়েছেন। তাছাড়া বক্সনগর কেন্দ্রে নোটা তে ভোট পড়েছে ৪৩৪ টি।

অন্যদিকে ২৩ ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ ৩০০১৭ ভোট এবং সিপিএম প্রার্থী কৌশিক চন্দ ১১১৪৬ ভোট পেয়েছেন। জয়ের ব্যবধান ১৮৮৭১। নির্দল প্রার্থী অনিল রিয়াং ৫৪৪ টি এবং নির্দল প্রার্থী ৪২৬ টি ভোট পেয়েছেন।ধনপুর কেন্দ্রে নোটা তে ভোট পড়েছে ৫৩৩টি।