জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছেছেন

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স) : জি-২০ সম্মেলনে অংশ নিতে শুক্রবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ। শিল্পীরা নাচ-গানে, অন্যান্য অতিথিদের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্বাগত জানান। হাসিনা সাদর অভ্যর্থনা পেয়ে খুবই খুশি হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ।