ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। ত্রিপুরার আরও একটি সম্ভাব্য রাজ্য দল মহারাষ্ট্র যাচ্ছে প্রস্তুতি ম্যাচ খেলতে। বিসিসিআই আয়োজিত আসন্ন জাতীয় মহিলা অনূর্ধ্ব ২৩ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-২৪ এর জন্য ত্রিপুরা দলের প্রস্তুতি এখন তুঙ্গে বলা যেতে পারে। ইতোমধ্যে প্রাথমিক বাছাইয়ের পর ১৬ সদস্যা বিশিষ্ট সম্ভাব্য রাজ্য দল গঠন করা হয়েছে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও পাঁচজনকে। প্রস্তুতি ক্যাম্প এবং প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে সম্ভাব্য রাজ্য দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন। অনূর্ধ্ব ২৩ মহিলা বিভাগে সম্ভাব্য রাজ্য দলটি হল: অম্বেষা দাস, প্রিয়াঙ্কা সাহা, তনুশ্রী সাহা, মমিতা দেব, নিকিতা সরকার, প্রিয়া সূত্রধর, অন্তরা দাস, মেঘা সরকার, দেবযানী দেব, শিল্পী দেবনাথ, পূজা দাস, সেবিকা দাস, দেবাদ্রিতা দেব, অনামিকা দাস, প্রিয়া ত্রিপুরা, পূজা পাল। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন রুমা দাস, নিবেদিতা দাস, প্রিয়াঙ্কা নোয়াতিয়া, জুয়েল ভাওয়াল, হিরামনি গৌড়। সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছেন চীফ কোচ সন্দীপ দাহাদ, কোচ রুমা দাস ও দেবব্রত চৌধুরী, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও পাপিয়া দেবনাথ, লোকেল ম্যানেজার অনামিকা দেবনাথ। বাছাইকৃত প্রত্যেককে আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সদর কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।
2023-09-07