বিদ্যাজ্যোতি প্রকল্পের বিদ্যালয়গুলোতে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভে সামিল এসএফআই 

আগরতলা, ৭ সেপ্টেম্বর : বিদ্যা জ্যোতি প্রকল্পে উচ্চহারে ফি আদায় সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও হিন্দি বাধ্যতামূলক করার প্রতিবাদে বাম ছাত্র সংগঠন প্রতিবাদে সামিল হল। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়। 

বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলিতে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যম করার প্রচেষ্টা এবং উচ্চ হারে ফি আদায় করার প্রতিবাদে এদিন বিক্ষোভে সামিল হয় বাম ছাত্র সংগঠন এস এফ আই। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি জানান, বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন বাংলামাধ্যম স্কুলগুলির মধ্যে ইংরেজি চাপিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা অত্যন্তই কঠিন বিষয়।কারণ এর সাথে ছাত্রছাত্রীদের আর্থিক বিষয় জড়িত রয়েছে। কারণ বাংলা মাধ্যমে স্কুলগুলির মধ্যে বহু ছাত্র-ছাত্রী রয়েছে, যাদের পরিবার আর্থিকভাবে দুর্বল। তারা নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়তে গেলে যে আর্থিক ব্যয় বহন করা সেটা কাটিয়ে উঠতে পারবে না। যার ফলে ইতিমধ্যেই বহু অভিভাবক তাদের ছেলেমেয়েদের বিদ্যাজ্যোতি স্কুল থেকে সরিয়ে অন্যথায় নিয়ে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এটা রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য এক প্রকারভাবে সংকট বলা যায়। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলির মধ্যে লাগামহীনভাবে ফি বৃদ্ধি করা হচ্ছে। বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য উচ্চহারে ফি আদায় করা হচ্ছে। এভাবে ফি বাড়ালে সিংহভাগ ছাত্রছাত্রীদের জন্য পড়াশুনা করা সম্ভব নয়। কারণ এই সরকারের আমলে মানুষের কাজ খাদ্যের বড় অভাব। এই অবস্থায় এভাবে স্কুলগুলিতে ফি বৃদ্ধি করলে পড়াশোনার উপর প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের। তাই সরকারের এই ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে বলে জানান সম্পাদক সন্দীপন দেব। তিনি বলেন তাই সরকারের উদ্দেশ্যে দাবি জানানো হচ্ছে যারা বাংলা মাধ্যম স্কুলে ভর্তি হয়েছে তাদের পরীক্ষার মাধ্যম নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমেই রাখতে হবে। আর উচ্চ হারে ফি বৃদ্ধি হলেও এর ভুর্তুকি বহন করতে হবে সরকারকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *