ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।।
শেষ হলো ৭ দিনের বিশেষ কর্মশালা। ফুটবলের শারীরশিক্ষক এবং শিক্ষিকাদের নিয়ে। বৃহস্পতিবার বিকেলে ভগৎ সিং যুব আবাসে কর্মশালার সমাপ্তি হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস ব নাথ। কর্মশালায় ফুটবলের আধুনিক প্রশিক্ষণ নিয়ে শারীরশিক্ষক এবং শিক্ষিকাদের অবগত করা হয়। শেষে শিবিরে অংশ নেওয়া সকলকেই সংশাপত্র দেওয়া হয়।
2023-09-07