আমবাসায় নকআউট ফুটবলশেষ চারে নাইট এঙ্গেল পাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।।
সেমিফাইনালে উঠলো নাইট এঙ্গেল পাড়া। পরাজিত করলো সাংমা পাড়াকে। মহকুমা ফুটবল সংস্থা আয়োজিত প্রাইজমানি সোনালী ট্রফি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। কুলাই স্কুল মাঠে হয় ম্যাচটি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের তীব্রুত্তেজনাপূর্ণ প্রথম ম্যাচে নাইট এঙ্গিল পাড়া নূণ্যতম গোলে জয়লাভ করে। প্রথমার্ধ গোল শূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। ফুটবলপ্রেমীরা যখন ভেবেনিয়েছিলেন ম্যাচ টাইব্রেকারে গড়াবে, তখনই গোল পেয়ে যায় নাইন এঙ্গেল পাড়া। গোলটি করেন ছাইয়া। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ছাইয়া। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কুলাই স্পোর্টস আকাদেমি খেলবে খাসরাং ক্লাবের বিরুদ্ধে। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ১ লাখ এবং ৫০ হাজার টাকা।