আগরতলা ,৬ সেপ্টেম্বর: মনসা মায়ের মূর্তি বিসর্জন শেষে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই নাবালক ছেলের। পরিবারের সদ্যসরা দুই নাবালককে জল থেকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অনন্যারা ।
ঘটনার বিবরণে জানা যায় ,গত সোমবার সৈকত দেবনাথের বাড়িতে মনসা পূজা হয়েছিল । বুধবার পরিবারের সদস্যদের সাথে মায়ের মূর্তি বিসর্জন করতে আসে সৈকত দেবনাথ ও দীবাকর দাস। দুই জন সম্পর্কে মামাতো ও পিসাতো ভাই। সৈকতের বাড়ি বিশালগড় পৌর পরিষদের দুই নং ওয়ার্ডে মুড়াবাড়ি এলাকায়।আর দীবাকরের বাড়ি মুড়া বাড়ি স্কুল সংলগ্ন এলাকায়। বিসর্জন শেষে সবাই বাড়িতে চলে গেলে সৈকত, দীবাকর ও অন্য এক বন্ধু মিলে বালক বাবার আশ্রমের পুকুরে স্নান করতে গিয়েছিল। পুকুরে স্নান সেরে উঠছে না দেখে উপস্থিত থাকা অন্য বন্ধু গিয়ে বাড়িতে খবর দেয়। শুরু হয় চিৎকার চেঁচামেচি। বাড়ির সদস্য সহ এলাকাবাসী মিলে জল থেকে তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।
ওই হৃদয় বিদারক খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ আরো অনেকে। বিশালগড় হাসপাতালে নাবালকদের মৃতদেহ দুটির ময়নাতদন্তের পর তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।