নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : সংসদের বিশেষ অধিবেশন ডাকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সোনিয়া উল্লেখ করেছেন, “বিরোধী দলের সঙ্গে কোনও পূর্ব আলোচনা ছাড়াই সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।” সংসদের বিশেষ অধিবেশনের আলোচ্যসূচির বিস্তারিতও জানতে চেয়েছেন সোনিয়া গান্ধী। সংসদের এই বিশেষ অধিবেশন বয়কট না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, বুধবার এমনটাই জানিয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।
দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জয়রাম রমেশ বলেছেন, “সোনিয়া গান্ধী একটি চিঠিতে (প্রধানমন্ত্রী মোদীকে) উল্লেখ করেছেন, বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই অধিবেশন ডাকা হয়েছে…কারও কাছে এ সম্পর্কে কোনও তথ্য ছিল না…এই প্রথমবার আমাদের কাছে কোনও বিশদ বিবরণ ও আলোচ্যসূচি নেই।” জয়রাম রমেশ বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সংসদের বিশেষ অধিবেশন বয়কট করব না। এটা আমাদের জন্য জনগণের সমস্যাগুলি তুলে ধরার একটি সুযোগ। প্রতিটি দলই বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।”