কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : জন্মাষ্টমীতে গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্যেও পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি। আর জন্মাষ্টমীকে হাতিয়ার করেই ডেঙ্গির বিরুদ্ধে অভিনব প্রচার হল বিধাননগরে।
জন্মাষ্টমীর দিন শিশু কৃষ্ণকে কোলে নিয়ে রাস্তায় মা যশোদা ও সুদামা। বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে তাঁরা স্থানীয়দের ডেঙ্গি নিয়ে সচেতন করেন। বুধবার সকালে হঠাৎ করেই এই দৃশ্য দেখে অবাক হয়ে যান বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদ এলাকার বাসিন্দারা। ডেঙ্গি সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এভাবেই জন্মাষ্টমী পালন করা হল বিধান নগরের দত্তাবাদ অঞ্চলে।
বিধাননগর পুরসভা সূত্রে খবর, এই মুহূর্তে পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শুধু আগস্ট মাসে বিধাননগরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫০০ জনের বেশি। সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা। ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবার পৌরাণিক কাহিনীকে হাতিয়ার করেছেন স্থানীয় কাউন্সিলর আলো দত্ত। ৩৮ ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের তত্ত্বাবধানেই আয়োজিত হয় এই অভিনব উদ্যোগ।