ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। দল বদলে আজও শামিল হয়েছেন দশজন। যদিও মঙ্গলবার প্রথম দিনে ১৫ জন ক্রিকেটার দলবদলে স্বাক্ষর করেছিলেন। তবে আজ দশ জনের মধ্যে তিনজন কিন্তু স্রেফ টোকেন তুলে নিয়েছেন। কোন্ দলের হয়ে খেলবে বলে মন স্থির করে স্বাক্ষর করেন নি। অন্ধ্রপ্রদেশের ক্রিকেটার হেমন্ত বিগনেস গতবছর পোলস্টারের হয়ে খেলেছিল। হেমন্তর মতো আগরতলার আকাশ রায়ও গত বছর পোলস্টারের হয়ে খেলে এবার টোকেন তুলেছে। কিন্তু কোন্ দলের হয়ে খেলবে বলে স্বাক্ষর করেনি। এছাড়া, অভ্রজিত দাস স্ফুলিঙ্গ থেকে বিসিসিতে, জয়ন্ত ভট্টাচার্য ব্লাডমাউথ থেকে পোলস্টারে, অভিজিৎ সরকার স্ফুলিঙ্গ থেকে ইউনাইটেড ফ্রেন্ডস এ, অর্চিষমান ভট্টাচার্য বিসিসি থেকে জেসিসি-তে, শ্রীদাম পাল স্ফুলিঙ্গ থেকে সংহতিতে, শংকর পাল জেসিসি থেকে কসমোপলিটনে, সহেল দেববর্মা ইউনাইটেড ফ্রেন্ডস থেকে চলমান সংঘের হয়ে খেলার জন্য স্বাক্ষর করেছেন। সৌরভ সাহা গতবার হার্ভের হয়ে খেলেছিলেন। এবার টোকেন তুলেছেন কিন্তু জমা করেননি। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটের দল বদলে এ পর্যন্ত দুই দিনে ২৫ জনের অংশগ্রহণ নজরে পড়েছে।
2023-09-06