কালিয়াগঞ্জ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জে বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। মৃতরা হলেন, রিপম রাণা মাসুদ এবং তাঁর বন্ধু মজারুল ইসলাম।
এদিন দুর্গাপুরের একটি পড়ুয়াবোঝাই বেসরকারি বাস সাহেবঘাটা হয়ে কালিয়াগঞ্জ শহরের অভিমুখে আসছিল। সেইসময় মালগাঁও অঞ্চলের বাসিন্দা রিপম রাণা মাসুদ এবং তাঁর বন্ধু মজারুল ইসলাম কালিয়াগঞ্জ থেকে বাইকে করে বাড়ির পথে ফিরছিলেন। মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সাঁপকালি জন্ডিপীরের সামনে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিমেষে দুমড়েমুচড়ে যায় বাইকটি। বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান দুই বাইক আরোহী। গুরুতর জখম অবস্থায় দু’জনকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রিপন রাণা মাসুদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মজারুলকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। রায়গঞ্জে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে মজারুলেরও মৃত্যু হয়।