হাইলাকান্দি (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে বর্তমানে কোনও লোডশেডিং বা পাওয়ার কাটের সমস্যা নেই। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একদিনের সফরসূচি নিয়ে বৃহস্পতিবার হাইলাকান্দি আসছেন। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে পৌরোহিত্য করে জেলা কমিশনার নিসর্গ হিভারে এ খবর জানিয়েছেন।
সভায় এপিডিসিএল থেকে জানানো হয়, গত কয়েকদিন জেলায় চাহিদা অনুযায়ী ২৫ মেগাওয়াট বিদ্যুৎ না পাওয়ায় ৪০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করা হলেও বর্তমানে চাহিদা মোতাবেক বিদ্যুৎ পাওয়ায় মঙ্গলবারও জেলায় কোনও লোডশেডিং করা হয়নি। রাজ্যে এক কোটি চারা গাছ লাগানোর কর্মসূচি অমৃত বৃক্ষ আন্দোলনে জেলার লক্ষ্যমাত্রা ৮৩,৫০৭টি গাছের চারা লাগানোর জন্য রেজিস্ট্রেশন জেলায় সম্ভব হয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর জেলায় একযুগে ওই সব চারা গাছ লাগানোর জন্য জেলার মোট ৭০টি স্থানে গাছের মজুত ভাণ্ডার গড়ে তোলা হবে। জেলার সব গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে আগামী ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর ওই চারা গাছ বণ্টন করা হবে। এর আগে ১১, ১২ এবং ১৩ সেপ্টেম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সহ অন্যান্য স্থানে বন বিভাগ থেকে চারা সরবরাহ করা হবে।
অমৃত বৃক্ষ আন্দোলনে এই চারা গাছগুলি গভীর গুরুত্ব সহকারে লাগানোর জন্য জেলা কমিশনার সভায় আবেদন জানান যাতে জিও ট্যাগের মাধ্যমে লাগানো এই গাছগুলির বেড়ে ওঠার পর্যালোচনা আগামীতে করতে কোনও অসুবিধা না হয়। সবাই সব বিভাগের রূপায়ণ করা প্রকল্পগুলির পর্যালোচনা করা হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহিনের উপস্থিতিতে সভায় বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।