ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।।উদ্বোধনী ম্যাচে চন্দ্রপুর মর্ণিং ক্লাব খেলবে নর্থ হিছড়ার এফ কে ডি প্লে সেন্টারের বিরুদ্ধে। বুধবার হবে উদ্বোধনী ম্যাচ। জোলাইবাড়ি স্কুল মাঠে হবে ম্যাচটি। ডা: শ্যামা প্রসাদ মুখার্জি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার। জোলাইবাড়ি ফুটবল সংস্থার উদ্যোগে হবে আসর। আগামীকাল আসরের উদ্বোধন করবেন রাজ্য মন্ত্রিসভার সদস্য শুক্লা চরণ নোয়াতিয়া। এছাড়া উপস্থিত থাকবেন সমাজসেবক অজয় রিয়াং। এবছর আসরে অংশ নিয়েছে ৩২ দল। ওই দলগুলোকে ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২ টি করে দল দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পাবে। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৪০ এবং ৩০ হাজার টাকা। ১২ অক্টোবর হবে আসরের ফাইনাল ম্যাচ। উদ্যোক্তা কমিটির আহ্বায়ক ঋষিকেশ বৈদ্য এখবর জানান। তিনি বলেন,”আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে মাঠকে”।
2023-09-05