হাফলং (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার ১৩ জন কৃতী শিক্ষক-শিক্ষিকাকে সরকারিভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ৬২-তম শিক্ষক দিবসে আজ মঙ্গলবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে রাজ্যের তিন মন্ত্রী পীযূষ হাজারিকা, যোগেন মোহন ও নন্দিতা গার্লোসার উপস্থিতিতে ডিমা হাসাও জেলার মোট ১৩ জন কৃতী শিক্ষক-শিক্ষিকাকে সরকারিভাবে সংবর্ধনা জানানো হয়েছে। তাছাড়া মন্ত্রী নন্দিতা গার্লোসা তাঁর বিধায়ক তহবিল থেকে জেলার তিন কৃতী শিক্ষককে পাঁচ হাজার টাকার পুরষ্কার প্রদান করেন।
৬২-তম শিক্ষক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, শিক্ষক-শিক্ষিকারা হচ্ছেন সমাজ গঠনের মূল কারিগর। তিনি বলেন, সুস্থ সমাজ গঠনে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম। শিক্ষক-শিক্ষিকারা হচ্ছেন শিক্ষাগুরু। শিক্ষাগুরু ছাড়া কেউ নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয় না। তাই শিক্ষাগুরুর প্রতি যথার্থ সম্মান জানানো প্রত্যেক ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য, বলেন মন্ত্রী হাজরিকা।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা প্রদান করে দেশ গঠন তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলছেন।
এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানের প্রথমে ড. সর্বেপল্লি রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মন্ত্রী পীযূষ হাজরিকা, যোগেন মোহন সহ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য লাল সিয়ামে ডার্নে, স্যামুয়েল চাংসন, স্কুলসমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং প্রমুখ।