আগরতলা, ৫ সেপ্টেম্বর : উপনির্বাচনে ধনপুর কেন্দ্রে কাঠাঁলিয়া গ্রাম পঞ্চায়েত গ্রন্হাগারে ভোটাধিকার প্রয়োগ করলেন সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ।
কৌশিক চন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,অগণতান্ত্রিক ব্যবস্হার মধ্য দিয়ে ধনপুর কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। ভবানীপুর, বড়পাথরী ভোট কেন্দ্র সহ আরও বিভিন্ন কেন্দ্রে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে।গণদেবতাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হচ্ছে।একপ্রকার অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়ে রয়েছে।
তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে ভয় ভীতি ও হুমকি দিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। উপনির্বাচনে ভোটের নামে প্রহসন চলছে। প্রসাশন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

