নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): দেশের ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, উত্তর প্রদেশের মউ জেলার ঘোসি বিধানসভা কেন্দ্র, ত্রিপুরার বক্সানগর ও ধনপুর বিধানসভা কেন্দ্র, ঝাড়খণ্ডের ডুমরি, কেরলের পুথুপ্পল্লী এবং উত্তরাখণ্ডের বাগেশ্বর বিধানসভা আসনে শুরু হয়েছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সবকটি আসনেই গণনা আগামী ৮ সেপ্টেম্বর। উপ-নির্বাচন হলেও, মানুষের মধ্যে ভোটদানকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ধূপগুড়ি, পশ্চিমবঙ্গ : বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুর পর ধূপগুড়ি আসনটি খালি হয়ে পড়ে। ২০২১ সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় শহীদ সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে এই আসনে প্রার্থী করেছে বিজেপি। এখানে মোট ভোটার সংখ্যা ২,৬৮,৮৯৯, তার মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১,৩১,৩১৮, মোট বুথ সংখ্যা ২৬০, ভোটার কর্মী ১,৭৯৬।
ডুমরি, ঝাড়খণ্ড : জগরনাথ মাহতোর মৃত্যুর পর থেকে ডুমরি আসনটি খালি রয়েছে, ২০০৫ সাল থেকে ডুমরি বিধানসভা আসনের বিধায়ক ছিলেন জগরনাথ। ঝাড়খণ্ডের মন্ত্রী এবং ডুমরি উপ-নির্বাচনের প্রার্থী বেবী দেবী বলেছেন, “এখানকার মানুষের কাছ থেকে আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি নিজের ভোট দিয়েছি। ফলাফল ঘোষণার পর ৮ সেপ্টেম্বরের পরেই কিছু বলা যাবে।”
পুথুপ্পল্লী, কেরল : কেরলের দু’বারের মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির মৃত্যুর পর থেকে পুথুপ্পল্লী আসনটি খালি রয়েছে। ১৯৭০ সাল থেকে এই আসনের বিধায়ক ছিলেন তিনি।
ধনপুর ও বক্সানগর, ত্রিপুরা : ত্রিপুরায় দু’টি আসনে উপনির্বাচন হবে – একটি বিধায়কের মৃত্যু এবং অন্যটি পদত্যাগের কারণে।
বাগেশ্বর, উত্তরাখণ্ড : বিজেপি বিধায়ক চন্দন রাম দাসের মৃত্যুর জন্য বাগেশ্বর আসনে উপনির্বাচন হবে। চন্দন রাম দাসের স্ত্রী পার্বতীকে কংগ্রেসের বসন্ত কুমারের বিরুদ্ধে প্রার্থী করেছে বিজেপি। সমাজবাদী পার্টি (এসপি) ভগবতী প্রসাদকে প্রার্থী করছে।
ঘোসি, উত্তরপ্রদেশ : সমাজবাদী পার্টির বিধায়ক হিসেবে ঘোসি আসন থেকে ইস্তফা দেন দারা সিং চৌহান, তিনি যোগ দেন বিজেপিতে। তাই আসনে উপ-নির্বাচন অবশ্যসম্ভাবী হয়ে পড়ে। এই আসনে দারা সিং চৌহানকেই প্রার্থী করেছে বিজেপি।

