বারাবাঙ্কি, ৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলায় তিন-তলা একটি বাড়ি ভেঙে প্রাণ হারালেন দু’জন। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ৩-৪ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোররাত তিনটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলার ফতেহপুরে।
বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ কুমার সিং বলেছেন, ভোররাত ৩.১০ মিনিট নাগাদ আমরা খবর পাই, বারাবাঙ্কির ফতেহপুরে একটি ভবন ভেঙে পড়েছে। আমরা ১২ জনকে উদ্ধার করেছি, ৩-৪ জন এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এখনও উদ্ধারকাজ জারি রয়েছে।