নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স) : কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধীকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। রবিবারই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি হয়েছিন দিল্লির রাজেন্দ্রনগরের স্যার গঙ্গারাম হাসপাতালে।
বর্তমানে বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, কিন্তু তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে জানা গিয়েছে। এর আগে সোনিয়া গান্ধী ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত শুক্রবারি মুম্বইয়ে আয়োজিত বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ ইনক্লুসিভ অ্যালাইন্স-এর বৈঠকে তিনি উপস্থিত হয়েছিলেন।

