মহাত্মা গান্ধী সমগ্র বিশ্বের জন্য অমূল্য উপহার, বাপুর আদর্শ ও মূল্যবোধ চিরন্তন : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): নতুন দিল্লির রাজঘাটের কাছে ‘গান্ধী ভাটিকা’-র শুভ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি জাতির জনক মহাত্মা গান্ধীর ১২ ফুটের একটি মূর্তির আবরণ উন্মোচন করেছেন রাষ্ট্রপতি। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের কাছে গান্ধী দর্শন চত্বরে অবস্থিত রয়েছে গান্ধীজির এই ১২ ফুটের মূর্তিটি। সোমবারের এই অনুষ্ঠানে দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নিজের বক্তৃতায় এদিন বলেছেন, “মহাত্মা গান্ধী সমগ্র বিশ্বের জন্য অমূল্য উপহার, বাপুর আদর্শ ও মূল্যবোধ চিরন্তন। গান্ধীজির দেখানো পথে চললে বর্তমানেও বিশ্ব শান্তির লক্ষ্য অর্জন করা সম্ভব।”

রাষ্ট্রপতি বলেছেন, “গান্ধীজী জনজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও পরিচ্ছন্নতার ওপর অনেক জোর দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, নৈতিকতার জোরে অহিংসার মাধ্যমে হিংসার মোকাবিলা করা যায়।..গান্ধীজির কাছে গোটা বিশ্ব ছিল একটি পরিবার। এখন জি-২০-র নেতৃত্ব দেওয়ার সময়, ভারত বিশ্ব-ভ্রাতৃত্ব, বিশ্ব-সহযোগিতা এবং বিশ্ব-শান্তি উন্নীত করার চেষ্টা করছে। আমি নিশ্চিত যারা জি-২০ সম্মেলনে যোগ দিতে এসেছেন তারা ‘গান্ধী দর্শনে’ আসবেন এবং গান্ধীজি সম্পর্কে জানতে পারবেন।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, “গান্ধীজির আদর্শ ও মূল্যবোধ আজও আমাদের দেশ ও সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের প্রয়াস হওয়া উচিত যে প্রতিটি নাগরিক, বিশেষ করে যুবক ও শিশুরা গান্ধীজি সম্পর্কে যতটা সম্ভব অধ্যয়ণ করে, তার ধারণাগুলিকে জানে এবং একত্রিত করে।”