নিউদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স) : মহাকাশ গবেষণা সংস্থা – ইসরো জানিয়েছে, ল্যাণ্ডার বিক্রমকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চন্দ্রযান-৩-এর রোভার প্রজ্ঞানের পর, ল্যান্ডার বিক্রমকেও ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ইসরো এক্স হ্যাণ্ডেলের মাধ্যমে এই তথ্য পোস্ট করে জানিয়েছে।
২ সেপ্টেম্বর মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছিল, প্রজ্ঞান তার অ্যাসাইনমেন্টগুলি সম্পন্ন করেছে। তারপর এটিকে নিরাপদে পার্ক করা হয় এবং ঘুম পাড়িয়ে রাখা হয়। তারপর সোমবার সকালে বিক্রম ল্যাণ্ডারকেও ঘুম পাড়িয়ে রাখা হয় । ইসরো আশা করছে, বিক্রম ল্যাণ্ডার এবং প্রজ্ঞান ২২ সেপ্টেম্বর জেগে উঠবে। তাদের আবার জেগে ওঠার আসায় রয়েছে ইসরো।