ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। বিশেষ দায়িত্ব পেলেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী। আসন্ন অনূর্ধ্ব ১৯ সাফ গেমসে পুরুষদের ফুটবল টুর্নামেন্টে এইচ.ও.ডি তথা হেড অফ ডেলিগেশনের দায়িত্ব পেয়েছেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রেরিত চিঠিতে আসন্ন ২১ থেকে ৩০ সেপ্টেম্বর সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৯ বালকদের ফুটবল চ্যাম্পিয়নশিপে এইচ ও ডির দায়িত্ব অর্পণ করা হয়েছে। যথারীতি চিঠি মোতাবেক অমিত চৌধুরী যথাসময়ে নির্দিষ্ট স্থানে রিপোর্ট করবেন বলে খবর রয়েছে।
2023-09-04

