পুনে থেকে ১৫ আগস্ট লালকেল্লায় ঢুকে পড়া নকল সেনা অফিসার গ্রেফতার

মুম্বই, ৩ সেপ্টেম্বর (হি.স) : পুনে থেকে এক ভুয়ো সেনা অফিসারকে গ্রেফতার করল রেল পুলিশ। এবছর ১৫ আগস্ট নকল সেনা সেজে ধৃত ব্যক্তি লালকেল্লায় ঢুকে পড়েছিল বলে অভিযোগ।

ধৃত ব্যক্তির নাম নীরজ বিক্রম বিশ্বকর্মা। সে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুনে রেলওয়ে পুলিশ জানিয়েছে, নীরজ বিশ্বকর্মা সেনা অফিসারের ইউনিফর্মে পুনে রেলওয়ে চত্বরে চলাফেরা করছিল। তখন রেলওয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে এলোমেলো উত্তর দেয়। এরপর তার কাছে পরিচয়পত্র চাওয়া হলেও তার থেকে কোনও সদুত্তর মেলেনি। নীরজের ইউনিফর্মে নেমপ্লেট, প্যারা ব্যাচ, লেফটেন্যান্টের ব্যাচ ছিল।

জিআরপি সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের ডেকে নীরজের বিষয়ে তদন্ত করলে সে ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর নীরজকে গ্রেফতার করে রেল পুলিশ। তদন্তে জানা গিয়েছে, নীরজ বিশ্বকর্মা সেনা অফিসারের ইউনিফর্ম পরে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় প্রায়ই ঘুরে বেড়াতো। জানা গিয়েছে, নীরজ ১৫ আগস্ট লাল কেল্লার প্রাচীরে পতাকা উত্তোলনের সময় সামরিক ইউনিফর্ম পরে পাস ছাড়াই প্রবেশ করেছিল। শুধু তাই নয়, সেখানে সামরিক অফিসারদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে ছবিও তোলে নীরজ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *