আগরতলা, ৩ সেপ্টেম্বর।। বিষপানে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোমতী জেলার কিল্লা এলাকায়।
ঘটনার বিবরণে প্রকাশ, নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করে এক স্কুল পড়ুয়া ছাত্রী। মৃত ছাত্রীর নাম মেঘলা জমাতিয়া(১৭)। সে দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছিল। মৃত ছাত্রীর বাবা জানিয়েছেন, তিনি বাড়িতে ছিলেন না। নিজ বাড়িতে মায়ের নজর এড়িয়ে বিষপান করে মেঘলা জমাতিয়া। পরবর্তী সময় বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মেঘলা জমাতিয়াকে নিয়ে যাওয়া হয় কিল্লা হাসপাতালে। সেখান থেকে রেফার করে দেওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। গোমতী জেলা হাসপাতালে মেঘলা জমাতিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবিপি হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তায় এম্বুলেন্সের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পরে মেঘলা জমাতিয়া। তবে কি কারনে মেঘলা জমাতিয়া বিষপান করেছে তা পরিবারের লোকজনদের বোধগম্য নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।