বাঁকুড়া, ৩ সেপ্টেম্বর (হি. স.) লোডশেডিংয়ের দাপটে নাজেহাল বাঁকুড়া জেলা । বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে পথে বিধায়ক । রবিবার আজ এলাকার মহিলাদের সাথে হ্যারিকেন নিয়ে রাস্তায় বসে পড়েন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা ।
গত কয়েকদিন ধরেই দাপট শুরু হয়েছে লোডশেডিংয়ের । দিনের বেলায় ছাড়াও সন্ধ্যায় এবং রাত্রিতেও লোডশেডিং এর দাপটে নাজেহাল জনজীবন। ক্ষোভে ফুসছে সাধারণ মানুষ। তাদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে বিদ্যুৎ দফতরের কার্যকলাপ। নাগরিকদের বক্তব্য লোডশেডিংয়ের কারন, বিদ্যুৎ কখন আসবে এসব জানার জন্য বিদ্যুৎ দফতরে ফোন করলেও কোনও সদুত্তর মেলে নি। কখনও কখনও ফোনই তোলা হয় নি। লোডশেডিংয়ের প্রতিবাদ জানাতে আজ এলাকার মহিলাদের সাথে হ্যারিকেন নিয়ে রাস্তায় বসে পড়েন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রী দানা ।
তিনি বলেন রাজ্য সরকার উন্নয়ন, উন্নয়ন নিয়ে খুব প্রচার চালাচ্ছেন, পেটোয়া মিডিয়া তাই প্রচার করছেন। কিন্তু আজ কয়েকদিন হল ব্যাপকহারে লোডশেডিং হচ্ছে। প্রচার করা হচ্ছিল প্রয়োজনের অধিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে । তাহলে লোডশেডিং কেন?সবচেয়ে আশ্চর্যের এর কোনও সদুত্তর মেলে নি। কাজেই সরকারের উপর ভরসা হারিয়ে পুরাতন প্রদ্ধতির হ্যরিকেন, লন্ঠনকেই ফের ব্যবহার করতে হবে বলে কটাক্ষ করেন বিধায়ক ।