আগরতলা, ৩ সেপ্টেম্বর।। রবিবার ছিল উপ নির্বাচনে সরব প্রচারের শেষ দিন। সরব প্রচারের শেষদিনেও প্রচারে নামে শাসক দল বিজেপি। রবিবার বিকেল ৪ টা পর্যন্ত ছিল সরব প্রচারের সময়সীমা। বাড়ি বাড়ি প্রচার শেষে রবিবার তোফাজ্জল হোসেনের সমর্থনে এলাকাভিত্তিক মিছিল সংঘটিত করেছে বিজেপি দল। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। এদিন বক্সনগর কেন্দ্রের অন্তর্গত পুটিয়াবাজারে জন সম্পর্ক অভিযান অনুষ্ঠিত হয়েছে। এক প্রকার প্রচারের শেষ লগ্নে এসে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি দল, তা এদিন বুঝিয়ে দিয়েছে।
এদিন বিজেপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেনের হয়ে প্রচারে গিয়ে মেয়র বলেন, দীর্ঘ বাম আমল থেকে এই বিধানসভায় উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বামেদের সময়ে কোনো উন্নয়ন হয়নি এলাকায়। তবে বিজেপির প্রার্থী জয়ী হয়ে এলাকার উন্নয়নকেই সর্ব প্রথম প্রাধান্য দেবে। এদিন মেয়র বলেন, এই উপ নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানান মেয়র।
আগামী ৫ই সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। রবিবার শেষদিনেও প্রচারের মাঠে লক্ষ্য করা গেছে বিজেপিকে। তবে প্রথম থেকেই প্রচারে কিছুটা নীরব ছিল বিরোধীরা নির্বাচনের ফলাফল কি হয় সেটাই এখন বড় প্রশ্ন।