নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): পিছিয়ে গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের দু”দিনের শ্রীলঙ্কা সফর। শুক্রবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অনিবার্য পরিস্থিতির কারণে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শ্রীলঙ্কা সফর আপাতত পিছিয়ে গিয়েছে।
এর আগে শুক্রবারই প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শনিবার দু”দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কা যাচ্ছেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বীপ রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফরে যাওয়ার কথা ছিল রাজনাথের। যদিও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে।