আগরতলা, ২ সেপ্টেম্বর।। যুদ্ধ নয় শান্তি চাই। দূষণমুক্ত বায়ু চাই। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিশ্ব শান্তির বার্তা নিয়ে যুদ্ধ বিরোধী দিবসে কমলপুর মহকুমার শান্তিরবাজারে বিকালে মিছিল ও সভা অনুষ্ঠিত হয় ।এই বাজারসভার সভাপতিমন্ডলীতে ছিলেন বদরবোম হালাম ও কমলাবাবু সিংহ ।বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ও প্রাক্তন বিধায়ক বিপ্লব মজুমদার,অঞ্জন দাসসহ অন্যান্যরা । বক্তারা বলেন-১৯৩৯ সালে১লা সেপ্টেম্বর হিটলারের নেতৃত্বে জার্মান পোলান্ড আক্রমনের মাধ্যমে ২য় বিশ্ব যুদ্ধ শুরু হয় ।১ম বিশ্ব যুদ্ধে প্রায়২কোটি ৫৫ লক্ষ লোক মারা যায় এবং ২য় বিশ্ব যুদ্ধেপ্রায় সাড়ে ৮ কোটি মানুষের প্রাণ কেড়ে নেয় ।এই যুদ্ধের কারণে বিভিন্ন সম্পত্তির ক্ষতি,দুর্ভিক্ষ,খাদ্যাভাব এবং রোগের কারণে ব্যাপক সংখ্যায় জনগণের মৃত্যু ধ্বংস্তুপে পরিণত করে । সাম্রাজ্যবাদ বর্তমান সময়ে ২য় বিশ্ব যুদ্ধকালীন পরিস্হিতিতে নাই ।অনেক পরিশীলিত করেছে তার আক্রমনকে ।বর্তমানে বিশ্বজোড়া আধিপত্যের শিরোমনি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ ।এই সাম্রাজ্যবাদের কাছে নিজদেশের স্বার্থ ও নিরাপত্তাকে জলাঞ্জলি দিয়ে কাপুরুষের মত ঘনিষ্ট হচ্ছে ভারত ।তাই নিজ দেশকে রক্ষা করা এবং বিশ্ব শান্তির জন্য সাম্রাজ্যবাদ বিরোধী কর্মসূচীতে মানুষকে সমেবেত ও সচেতন করার অপরিহার্যতা সাম্প্রতিক সময়ে অনেক বেশী জরুরী হয়ে উঠেছে ।
2023-09-02

