জি-২০ সম্মেলনে অংশ নিতে ৭ সেপ্টেম্বর ভারত সফরে আসছেন বাইডেন : হোয়াইট হাউস

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ৭-১০ সেপ্টেম্বর ভারত সফরে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডো বাইডেন। শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। জি-২০-র অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গে বিশ্বের একাধিক সমস্যা নিয়ে তিনি আলোচনা করবেন। সেই তালিকায় জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক ও সমাজিক প্রভাব কমানো, দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব ব্যাঙ্কের মতো বহুমাত্রিক ব্যাঙ্কের ক্ষমতা বাড়ানো-সহ বিভিন্ন বিষয় রয়েছে। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জি-২০-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথাও তুলে ধরতে পারেন।

২০২২-র পয়লা ডিসেম্বর থেকে ২০২৩-এর ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০-তে সভাপতিত্বের দায়িত্বে রয়েছে ভারত। তারপর থেকে দেশজুড়ে একাধিক বৈঠক হয়েছে। এবছর জুন মাসে মোদীর আমেরিকা সফরের সময়, বাইডেন বলেছিলেন, তিনি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ভারত ও আমেরিকার এক যৌথ বিবৃতিতে বাইডেনের তরফে জি-২০-তে নয়াদিল্লির নেতৃত্বের প্রশাংসাও করা হয়। অবশেষে সেপ্টেম্বরে ভারতে আসছেন জো বাইডেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *