কোবিন্দ সকাশে জে পি নাড্ডা, প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে কোবিন্দের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন নাড্ডা। উভয়ের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে, তবে কী কী বিষয়ে কথা হয়েছে, তা অজানা। প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মাস সাতেক আগে আবারও ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকরের পক্ষে তৎপরতা শুরু করেছে কেন্দ্র। ওই নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের সঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রের কয়েক দফা আলোচনা হয়েছে বলে সরকারি একটি সূত্রের খবর। সেই আলোচনার ভিত্তিতে ‘এক দেশ এক ভোট’ নীতি কার্যকরের দিশা খুঁজতে একটি কমিটি গঠন করেছে মোদী সরকার। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই খবর প্রকাশ্যে আসতেই রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন নাড্ডা।

এদিকে, ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “এই মুহূর্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট আসবে যা নিয়ে আলোচনা হবে। সংসদ পরিপক্ক এবং আলোচনা হবে, ঘাবড়ে যাওয়ার দরকার নেই…ভারতকে গণতন্ত্রের জননী বলা হয়, সেখানে বিবর্তন আছে…আমি সংসদের বিশেষ অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *