নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): শ্রীমতি জয়া বর্মা সিনহা রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সদস্য জয়া বর্মা শুক্রবার এই পদের দায়িত্ব নেন। ভারতীয় রেলওয়ের ১৬৬ বছরের ইতিহাসের পাশাপাশি রেলওয়ে বোর্ডের ১৬৬ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি এই পদের দায়িত্বভার নিলেন। বৃহস্পতিবার ক্যাবিনেটের নিয়োগ কমিটি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও পদে জয়া বর্মা সিনহাকে নিয়োগের অনুমোদন দিয়েছে। ২০২৩-এর পয়লা সেপ্টেম্বর থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত থাকবেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।
জয়া বর্মা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন পড়ুয়া। ১৯৮৮ সালে ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি উত্তর রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলওয়ে বোর্ডের অপারেশন এবং ব্যবসা উন্নয়নের সদস্য হিসাবে কাজ করছেন। তিনি বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর কার্যকালের সময় কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস উদ্বোধন করা হয়। তিনি ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিআরএম এবং দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সহ রেলের বিভিন্ন জোনের গুরুত্বপূর্ন পদে দক্ষতার সঙ্গে তিনি কাজ করেন।