প্রজ্ঞান্দনকে সংবর্ধনা ও অভিবাদন অনুরাগ ঠাকুরের, কেন্দ্রীয় মন্ত্রী বললেন সে দেশকে গর্বিত করেছে

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): একটুর জন্য হাতছাড়া হয়েছে সোনা। রূপোর পদক নিয়েই ঘরে ফিরেছেন ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। দেশকে গর্বিত করেছেন তিনি। শুক্রবার সকালে দিল্লিতে ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার এবং ২০২৩ ফিডে বিশ্বকাপের রানার আপ আর প্রজ্ঞানন্দ এবং তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। প্রজ্ঞানন্দকে অভিবাদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। তিনি ভারতকে গর্বিত করেছেন। ১৬ বছর বয়সে তিনি যা করতে পেরেছেন, তা অন্যরা পারেননি। তাঁর কাছ থেকে দাবা খেলার অনুপ্রেরণা পায় অনেক তরুণ। দাবার উৎপত্তি ভারতে কিন্তু দেশে একটি দাবা অলিম্পিয়াড আয়োজন করতে শত শত বছর লেগেছিল, যাইহোক সফলভাবে তা সংগঠিত হয়েছে।”

দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ বলেছেন, “আমরা অত্যন্ত খুশি এই সমর্থন পেয়ে। এই সমর্থন আমাদের কঠোর পরিশ্রম করতে ও টুর্নামেন্টে ভাল পারফর্ম করতে এবং দেশের জন্য খ্যাতি আনতে অনুপ্রাণিত করছে।” উল্লেখ্য, গত বৃহস্পতিবার, দাবা বিশ্বকাপের ফাইনালে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। এ বারে হার মানলেও আশা হারাননি, পাখির চোখ সামনে কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ‘চেস ইন্ডিয়া’ প্রতিযোগিতা ও এশিয়ান গেমসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *