ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্টেম্বর।।রেটিং পেলো আরও ৬ দাবাড়ু। এর মধ্যে মেট্রিক্স চেস আকাদেমির ৫ দাবাড়ু রয়েছে। সদ্য সমাপ্ত রাজ্য দাবা সংস্থা আয়োজিত রেটিং দাবা প্রতিযোগিতা থেকে ওই সম্মান অর্জন করে রাজ্যের ৬ জন ত্রিপুরা। শুক্রবার প্রকাশিত নতুন তালিকায় ওই ৬ দাবাড়ু-র নাম রয়েছে। মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার পৃথ্বিরাজ সাহা (১১৩০), আগরতলা শাখার সাড়ে ৮ বছর বয়সী অন্তরীপ আচারিয়া (১০৮৮), দীপ্তাংশু দে (১০৩৭), রুদ্রনীল দেবনাথ (১০০৭) এবং রাজদীপ সরকার (১০০৭) রেটিং পেয়েছে। জানা গেছে, এছাড়া এবার রেটিং পেয়েছে দুলাল দাস। রেটিং পাওয়া আকাদেমির ৫ দাবাড়ুকে অভিনন্দন জানিয়েছেন কোচ কিরীটী দত্ত।
2023-09-01