ছত্তিসগড় সফরে রাষ্ট্রপতি মুর্মুর, রায়পুরে সূচনা করলেন “ইতিবাচক পরিবর্তনের বছর”

রায়পুর, ৩১ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ছত্তিশগড়ের রায়পুরে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয়া বিশ্ববিদ্যালয়ে “ইতিবাচক পরিবর্তনের বছর”-এর রাজ্য স্তরের কর্মসূচির সূচনা করেছেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “দৃঢ় সংকল্প ও নিরন্তর প্রচেষ্টার জোরে নারী নেতৃত্বাধীন ব্রহ্মা কুমারী সংগঠন জনকল্যাণের চেতনা নিয়ে ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের উন্নতিতে অমূল্য অবদান রাখছে।”

রাষ্ট্রপতির কথায়, “প্রতিটি শিশু, যুবক ও বয়স্কদের কাছে একটি কথা বলতে চাই, নিজের ভেতরের শক্তির বিকাশ ঘটাতে, নিজের আগ্রহ অনুযায়ী ইতিবাচক কাজ করতে থাকুন এবং সবসময় ইতিবাচক চিন্তা ও ভালো সঙ্গ নিয়ে থাকুন। এমন মানুষজনের মধ্যে থাকুন যারা আপনাকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করে এবং আপনাকে এগিয়ে যেতে সহায়তা করে।”
ছত্তিশগড় সফর সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, “রাষ্ট্রপতি হিসেবে ছত্তিশগড়ে এসে আমার রাজ্যবাসীর সঙ্গে দেখা করার ইচ্ছা আজ পূরণ হয়েছে। একটি প্রবাদ আছে – ”ছত্তিশগড়িয়া সব লে বাদিয়া” – এবং এই ধরনের বাণীর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সত্যকে নিছক কথায় বলা হয়।” এদিনের অনুষ্ঠানে ছত্তিশগড়ের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন ও মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *