কলকাতা, ৩০ আগস্ট ((হি. স.) : হাওড়া স্টেশনে প্রায় ২০ লক্ষ টাকার কোকেন সহ দুই পাচারকারীকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । বুধবার সকালে এসটিএফ এসপি ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া স্টেশনে পৌঁছেছিল এসটিএফ দল। ১৮ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের বিশাল ভিড়ের মধ্যে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় গাজিয়াবাদের সাহেবাবাদের বাসিন্দা ২৩ বছর বয়সী আরসি সিদ্দিকী এবং কলকাতার আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা ৪০ বছর বয়সী মহেশ প্রসাদ জয়সওয়াল। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮৬ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। জানা গেছে, এই কোকেন দক্ষিণ আমেরিকায় তৈরি করে বিভিন্ন পথ দিয়ে ভারতে পাঠানো হয়। ধৃত দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

