বর্তমান সরকার শ্রমিক বিরোধী সরকার : মানিক সরকার

আগরতলা, ৩০ আগস্ট।।  ২০২৪ সালে দেশবাসীর দুশমন, জনবিরোধী এবং শোষকদের স্বার্থের রক্ষক অশুভ শক্তির বিরুদ্ধে সারাদেশে যদি সবকটি রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ জঙ্গি আন্দোলন শুরু করতে না পারলে অর্থনৈতিক দাবি আদায়ে সফল হওয়া যাবে না। তাই বর্তমানে সরকারকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করতে হবে। মঙ্গলবার দলীয় কর্মসূচি থেকে এই কথা গুলি বলেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।
 মজুরি বৃদ্ধি, কাজ, খাদ্য, ছাঁটাইকৃতদের পুনর্বহাল, বোনাস, এগ্রেসিয়া শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করা সহ মোট ১৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে একটি মিছিল সংগঠিত করল বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। শ্রমিক সংগঠনের এই মিছিলে এদিন হাঁটলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন সিআইটিইউ এর রাজ্য সভাপতি মানিক দে। সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানিয়েছেন এদিন তাদের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী উপনির্বাচনের কাজে ব্যস্ত থাকায় পরবর্তী সময়ে তারা ডেপুটেশন দেবেন। এদিন এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন বর্তমান সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন। শ্রমিক সংগঠনের অফিস খোলা যাচ্ছে না। দুর্বৃত্তরা আক্রমণ সংগঠিত করছে শ্রমিক  সংগঠনের উপর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরো বলেন যে ১৬ দফা দাবি সনদ গুলোর উল্লেখ করা হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে হলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাজ্য সরকারকেই। বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের ও তীব্র সমালোচনা করেছেন। শ্রী সরকার আরো বলেন এই রাজ্যে দিল্লির অঙ্গুলী হেলেনে সরকার চলছে। তাই তারা প্রথম থেকে জনগণের স্বার্থ বিরোধী কাজ করে চলেছে। তিনি বলেন এই সরকার শ্রমজীবী অংশের মানুষের কথা চিন্তা করে না। চিন্তা করে কেবলমাত্র কর্পোরেট সংস্থাদের কথা। তাদের কাছ থেকে আদায় করা মুনাফার পাহাড়কে কিভাবে পর্বতে পরিণত করা যায় সেই ভাবনা চিন্তায় এগোচ্ছে সরকার। শ্রমিকদের তোলা দাবি গুলি সবগুলি যুক্তিসঙ্গত। বর্তমান সময়ের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক। এমন কোন দাবি শ্রমিকরা তুলে নি যেটা সরকার উদ্যোগ গ্রহণ করলে পূরণ করতে পারবে না। এই দাবিগুলি নিয়ে রাজ্য সরকার মুখ ঘুরিয়ে থাকতে পারে না বলে অভিমত ব্যক্ত করেন মানিক সরকার।  তাই সবটাই নির্ভর করছে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির উপর। পথসভায় ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন কৃষকদের জন্য বর্তমান সরকারের আমলে তেমন একটা ব্যবস্থা নেই। যার কারণে কৃষকদের অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন দপ্তরে ছিটে ফোটা যে সমস্ত বরাদ্দ রয়েছে সেখানেও মন্ডল এবং মোর্চার নেতারা লুটেপুটে খাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রেগা , টুয়েপ কৃষকদের কাজ সর্বত্রই চলছে মন্ডল এবং মোর্চার  লুটপাট। এই বিষয়টুকু তদারকি করার মত কিংবা খবর নেওয়ার মতো লোক নেই বলে অভিযোগ করেন তিনি। এদিন সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ এর রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য প্রাক্তন বামপন্থী বিধায়কেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *