প্রজ্ঞানন্দের সঙ্গে সাক্ষাৎ স্ট্যালিনের, দাবাড়ুর হাতে তুলে দিলেন ৩০ লক্ষ টাকা পুরস্কার

চেন্নাই, ৩০ আগস্ট (হি.স.): বুধবার সকালেই আজারবাইজান থেকে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স প্রজ্ঞানন্দ চেন্নাই ফিরেছেন। চেন্নাই বিমানবন্দরে তাকে অল ইন্ডিয়া চেস ফেডারেশন ও রাজ্য সরকারের প্রতিনিধি দল অভ্যর্থনা জানায়। বিমানবন্দর থেকে বেরিয়ে এরপর তিনি যান রাজ্য প্রশাসন ভবনে। সেখানে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও ক্রীড়া মন্ত্রী উদয়নিধির স্ট্যালিনের সঙ্গে।

সেখানে তারা প্রজ্ঞানন্দকে অভ্যর্থনা জানিয়ে তাকে ৩০ লক্ষ টাকা পুরস্কৃত করেন। অভ্যর্থনা পেয়ে দারুন খুশি প্রজ্ঞানন্দ। তিনি বলেন,’ এই পুরস্কার আমাকে অনেক উদ্দীপ্ত করবে সামনের দিকে এগিয়ে যেতে।’ অনুষ্ঠান শেষে তিনি মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানান।