করিমগঞ্জ (অসম), ৩০ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলায় সেপ্টেম্বর মাসের জাতীয় খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধা প্রাপকদের রেশন কার্ড পিছু ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউজহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে বিতরণ করতে বরাদ্দ করা হয়েছে।
আজ বুধবার বিবৃতি জারি করে এ খবর দিয়েছেন করিমগঞ্জ জেলার খাদ্য ও অসামরিক সরবরাহ ও উপভোক্তা দফতরের আধিকারিক।