আগরতলা, ৩০ আগস্ট।। রাজ্য জুড়ে পালিত রাখিবন্ধন উৎসব। বাদ গেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বোনদের থেকে রাখি পড়ে তাদের আশীর্বাদ দিলেন তিনি।
রাখি বন্ধন উৎসব উপলক্ষে বুধবার পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে রাখি পড়ালেন বামেদের বিভিন্ন সংগঠনের মহিলারা।এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে মানিক সরকারের হাতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেন মহিলা কর্মীরা। পরবর্তী সময় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, এটা শান্তি সম্প্রীতি এবং ঐক্যতার প্রতীক। মানিক সরকার রাখি পেয়ে আপ্লুত হয়ে যান।
2023-08-30