রাঁচি, ২৯ আগস্ট (হি. স.) : রীমা কুজুর হত্যা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝাড়খন্ডের বুধমু থানা পুলিশ। ধৃত অজয় ভগত বুডমুরের বাসিন্দা।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রক্তমাখা কাপড়। মঙ্গলবার এসপি হারিস বিন জামা এক সংবাদ সম্মেলনে জানান, গত ২৭ আগস্ট কুঁয়ো থেকে এক তরুণীর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই তরুণীর পরিবার হত্যা মামলা দায়ের করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে অজয় ভগতের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ধারালো অস্ত্র, রক্তমাখা কাপড় উদ্ধার করে। এরপরেই পুলিশ অজয় ভগতকে গ্রেফতার করে।